সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১১ টায় পরীক্ষা শুরু হয়ে চলে ১২ টা পর্যন্ত৷
রাজধানীর আটটি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে৷ কেন্দ্র গুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ।
ভর্তি কমিটির দেয়া তথ্য মতে, এবার সাত কলেজে বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি আসনে ভর্তির জন্য প্রায় ২৬ হাজার ৫০০টি আবেদন পড়েছে ৷
আরও পড়ুন: বেসরকারি মেডিকেলে শিক্ষক দরকার ৯ হাজার, আছে সাড়ে ৪ হাজার
মেয়েকে নিয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্রে এসেছেন রোকসানা আক্তার ৷ তিনি বলেন, মেয়ের সখ ইডেনে কলেজে ভর্তি হবে৷ ভালো প্রস্তুতি নিয়েছে ৷ আশা করছি ভর্তির সুযোগ পাবে৷
কথা হয় পরীক্ষা দিতে আসা রফিক আহমেদের সাথে ৷ তিনি বলেন, ভালো প্রস্তুতি নিয়েছি৷ আশা করছি ভালো পরীক্ষা দিতে পারবো৷
ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড.মো.আব্দুল কুদ্দুস সিকদার বলেন, পরীক্ষা গ্রগনের জন্য ঢাকা কলেজ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে৷ আমরা সবদিকে নজর রাকছি৷ আশা করছি কোন ধরনের ভোগান্তি ছাড়াই আমরা ভর্তি পরীক্ষা শেষ করতে পারবো৷