ঢাবি-চবিতে সেকেন্ড টাইম চান বেলায়েত
৫৫ বছর বয়সে বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে অংশ নিয়ে আলোচনায় আসেন গাজীপুরের বাসিন্দা বেলায়েত শেখ। যদিও পাবলিক বিশ্ববিদ্যালয় নামক সোনার হরিণ এখনো অধরা তার। প্রথমবার ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ব্যর্থ হলেও সুযোগ চান দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের।
আগামীকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন বেলায়েত। বেলা ২টায় এই পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় অংশহগ্রহণের জন্য রবিবার সকালের ট্রেনে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।
ট্রেনের মধ্যে বেলায়েত শেখের সাথে কথা হয় দ্যা ডেইলি ক্যাম্পাসের। তিনি জানান, চবির জন্য নিজেকে প্রস্তুত করেছি। তবে শুধু প্রস্তুতি থাকলেই তো আর হয় না। ভর্তি পরীক্ষায় সফল হতে হলে ভাগ্যও ভালো হতে হয়। আমার ভাগ্য হয়তো খারাপ। সেজন্য এত চেষ্টা করেও কোথাও ভর্তির সুযোগ পেলাম না।
আরও পড়ুন: প্রক্সি ও নিয়োগ জালিয়াতির মাধ্যমে যেভাবে ২০ বাড়ির মালিক মাহবুব
বেলায়েত জানান, প্রথমবার ব্যর্থ হলেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম রয়েছে। সেখানে পরীক্ষা দেবেন। এবছর রাবিতে সেকেন্ড টাইম থাকলেও আগামী বছর থাকবে না কিনা সেটি নিশ্চিত না। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ চান তিনি।
তিনি বলেন, ঢাবি-চবিতে সেকেন্ড টাইমের দাবি নিয়ে কাজ করা কিছু শিক্ষার্থী আমাকে ফোন দিয়েছিল। তারা একটি মানববন্ধন করতে চায়। সেখানে আমাকে উপস্থিত থাকার জন্য বলেছে। তবে এই বয়সে মানববন্ধনে দাঁড়ানোটা কেমন দেখায়। সেজন্য আমি মানববন্ধনে থাকতে রাজি হয়নি। তবে শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানিয়েছি।
বেলায়েত আরও জানান, আমি চাই সব বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু হোক। কেননা প্রথমবার নানা কারণে অনেকে ভালো করতে পারে না। তাই বলে কি একজনের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন শেষ হয়ে যাবে? উন্নত বিশ্বের প্রায় সব দেশে একাধিকবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া যায়। তাহলে আমরা কেন পাব না? বিশ্ববিদ্যালয়গুলোর উচিত শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনা করে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া।