২০ আগস্ট ২০২২, ১৮:৪৫

গুচ্ছের ‘সি’ ইউনিটের হিসাববিজ্ঞান অংশের সমাধান

ভর্তি পরীক্ষা   © সংগৃহীত

১। প্রারম্ভিক মজুত ৩০ টাকা, ক্রয় ২০০ টাকা, বিক্রয় ১০০ টাকা। বিক্রয়ের উপর মুনাফা ২৫% হলে সমাপনী মজুত কত?

উত্তর: ১৫৫

২। ১০ ইউনিটের উৎপাদন ব্যয় ২০০টাকা। প্রতি ইউনিটের বিনামূল্য কত টাকা হলে বিনামূল্যের উপর ২০% মুনাফা হলে?

উত্তর: ২৫

৩। ‘ব্র্যান্ড নাম’ কোন ধরনের সম্পদ

উত্তর: অস্পর্শনীয়

৪। অবচয় ধার্যের কোন পদ্ধতি সময়ের উপর নির্ভর করে না?

উত্তর: উৎপাদনের একক

 ৫। কোনটির ফলে ত্বরিত অনুপাতের হ্রাস ঘটে?

উত্তর: প্রদের সমূহের বৃদ্ধি

৬। কোনটি অস্থায়ী হিসাব?

উত্তর: ভাড়া হিসাব

৭। একটি অংশীদারি ব্যবসায়ের দুইজন অংশীদার এবং তাদের মুনাফা বণ্টন অনুপাত ৪:৩। তারা নতুন একজনকে ১/৪ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে অংশীদার হিসেবে নিল।তাদের মধ্যে মুনাফার নতুন অনুপাত কত হবে?

উত্তর: ১২:৯:৭

৯। কোনটি ১৯৬৪ সালের কোম্পানি আইন অনুসারে উদ্বৃত্তপত্রের হক?

উত্তর: তালিকা-১১

১০। কন্ট্রিবিউশন মার্কিন (C), মোট বিক্রয় আয় (T), পরিবর্তনশীল বায়া (V), মুনাফা, স্থায়ী বায় (F), ক্ষতি (L) ও কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত (R)'র ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক নয়?

উত্তর: C=π-F 

 ১১। অনুপার্জিত আরের সমন্বয় করা না হলে

উত্তর: দায় বেশি দেখাবে

১২। ৩০% কর হারে একটি কর বছরে কর-পরবর্তী আয় ৩৫০ হাজার টাকা হলে কর- পূর্ববর্তী আয় এবং কর যথাক্রমে কত হাজার টাকা?

উত্তর: ৫০০ এবং ১৫০

১৩। নীট চলতি মূলধন ১৮০ হাজার টাকা এবং চলতি অনুপাত ৫:২ হলে চলতি দায়ের পরিমাণ কত হাজার টাকা?

উত্তর: ১২০

১৪। কোনটি লেনদেন নয়?

উত্তর: বেতনভুক্ত একজন কর্মী নিয়োগ

১৫। ২/১০, এন/৩০ শর্তে ক্রয় ১২,০০০ টাকা, ফেরত ২,০০০ টাকা এবং বাকী টাকা সাত দিন সময়ে পরিশোধ করলে বাটা কত টাকা?

উত্তর: ২০০ টাকা

১৬। চার বছর মেয়াদে অগ্রিম বীমা প্রিমিয়াম ১,০০০ টাকা হলে প্রথম বছরের শেষে স্থিতিপত্রে কত টাকা উদ্বৃত্ত থাকবে?

উত্তর: ৭৫০টাকা

১৭। বিবিধ দেনাদার হিসাব বছরের প্রথমে ৬২ হাজার টাকা এবং বছরের শেষে ৪২ হাজার টাকা। বিক্রয়লব্ধ অর্থের পরিমাণ ৩০০ হাজার টাকা হলে নগন প্রাপ্তি কত হাজার টাকা।

উত্তর: ৩২০

১৮। ১২০% হিসাবে প্রদত্ত ভাড়া ৩০,০০০ টাকার মধ্যে অগ্রিম ভাড়া কত টাকা?

উত্তর: ৫০০০ টাকা

১৯। বিক্রয়মূল্য 400 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় ৩১০ টাকা এবং পরিচালন ব্যয় ৬০ টাকা হলে মোট লাভ কত টাকা হবে?

উত্তর: ৯০

২০। ১২% হারে ৫,০০০ টাকায় এক বছরে ৪০০ টাকা সুদ আদায় হলে উদ্বৃত্তপত্রে বিনিয়োগের অনাদায়ী সুদ কত টাকা?

উত্তর: ২০০ টাকা

২১। পুরাতন যন্ত্রপাতি বিক্রয় কোন ধরনের নগদ প্রবাহ?

উত্তর: বিনিয়োগকৃত

২২। বিনামূল্যে পণ্য বিতরণের জাবেদা কী?

উত্তর: বিজ্ঞাপন ব্যয় হিসাব ডেবিট ক্রয় ক্রেডিট

২৩। বার্ষিক ১০% অবচয় হিসাবে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ২,০০০ টাকার সম্পদের ২য় বছরের অবচরের পরিমাণ কত টাকা? উত্তর: ১৮০

২৪। বকেয়া বেতন পরিশোধ করা হলে হিসাব সমীকরণে এর প্রভাব কী?

উত্তর: সম্পত্তি ও দায় কমবে

২৫। বিবিধ দেনাদার ১০,০০০ টাকা, কু-ঋণ ৫,০০০ টাকা, পুরাতন কু-ঋণ সঞ্চিতি ৭,৫০০ টাকা, নতুন অনাদায়ী সেনা সঞ্চিতি ৯,৫০০ টাকা হলে, অনাদায়ী দেনার পরিমাণ কত টাকা?

উত্তর: ৭ হাজার

২৬। মোট এবং স্থায়ী সম্পদের অনুপাত ৮৬। মোট সম্পদের উপর চলতি সম্পদের শতাংশ কত?

উত্তর: ২৫%

২৭। পরিচালন নগদপ্রবাহ নির্ণয়ে কোনটি নীট মুনাফার সাথে যোগ করতে হয়?

উত্তর: অবচয়

২৮। মুনাফার হার হার বিক্রয়মূল্যের উপর ২০% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর কত?

উত্তর: ২৫%

আরও পড়ুন : শাবিতে পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ

২৯। কোনটি স্থায়ী বায়ের বৈশিষ্ট্য?

উত্তর: একক প্রতি ব্যয় স্থির একক প্রতি পরিবর্তনশীল

৩০। বিক্রিত পণ্যের ব্যয়

উত্তর: প্রাথমিক মজুত + ক্রয় +সমাপনী মজুত

৩১। ৫,০০০ টাকা ভগ্নাবশেষ মূল্যমানের এবং ১০ বছর আয়ুষ্কাল (সরলরৈখিক পদ্ধতিতে অবচয়) একটি মেশিন ২৫,০০০ টাকায় ক্রয় করে ৫ বছর পরে ১৫,০০০ টাকায় বিক্রয় করা হলে-

উত্তর: লাভ ক্ষতি কোনটিই হবে না

৩২। কোন লেনসেনটি ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ কমিয়ে দেয়া

উত্তর: চেকের অর্থ আদায়

৩৩। বোনাস শেয়ার ইস্যু করা হলে-

উত্তর: মালিকানাস্বত্ব অপরিবর্তিত থাকবে

৩৪। কোন হিসাবটি হিসাব বছর শেষে বন্ধ করে দেয়া হয়?

উত্তর: উত্তোলন

৩৫। চলতি বছরে মোট টাদা প্রাপ্তি ২০,০০০ টাকা যার মধ্যে বিগত বছরের ৪,০০০ টাকা এবং আগামী বছরের ২,৫০০ টাকা অন্তর্ভুক্ত। চলতি বছরের বকেয়া চাঁদা ৫,৫০০ টাকা হলে, আয় ব্যয় হিসাবে চাঁদা বাবা কত টাকা দেখাতে হবে?

উত্তর: ১৯০০০ টাকা