সঠিকের চেয়ে ভুল উত্তর বেশি, মাইনাস ১২ পেল ভর্তিচ্ছু
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৫৬ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ৩৭ হাজার ৩৫১ জন শিক্ষার্থী ৩০ এর কম নম্বর পেয়ে অকৃতকার্য হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা গেছে, ভর্তিচ্ছুরা সর্বনিম্ন নম্বর পেয়েছেন মাইনাস ১২.২৫।
অর্থাৎ তারা এক নম্বরও পাননি। সঠিক উত্তরের চেয়ে ভুল উত্তর ছিল বেশি। ভুল উত্তর দেওয়ার কারণে তাদের নম্বর মাইনাস ১২.২৫ এ চলে গেছে। এ ফলাফল দেখে একজন মজা করে বলছিলেন, তাদের কাছে গুচ্ছ ভর্তি কমিটি ১২.২৫ নম্বর পাবে। অবশ্য কীভাবে এ নম্বর ফেরত দেবে সে ধারণা তিনি দেননি। সর্বনিম্ন নম্বর কতজন পেয়েছেন তা জানায়নি কর্তৃপক্ষ।
এর আগে গুচ্ছের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে ৫ আগস্ট। এতে ৫৫ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ভর্তিচ্ছুরা সর্বনিম্ন নম্বর পেয়েছিলেন মাইনাস ২০। সেই হিসেবে তাদের কাছে গুচ্ছ ভর্তি কমিটি ২০ নম্বর পাবে।
আরও পড়ুন: গার্ডার দুর্ঘটনা: রুবেলের মরদেহের দাবিদার ৭ স্ত্রী!
বি ইউনিটে প্রথম হয়েছেন দিগন্ত বিশ্বাস। প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, দিগন্ত বিশ্বাস দিনাজপুর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। ভর্তি পরীক্ষায় তিনি ৮২ দশমিক ২৫ নম্বর পেয়েছেন।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) লগইন করে ভর্তিচ্ছুরা নিজেদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ফল দেখতে পারবেন।
এর আগে, গত ১৩ আগস্ট গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মোট ২৯টি কেন্দ্রে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোর ৪ হাজার ৮৩৪টি আসনের বিপরীতে ৯৫ হাজার ৬৩৭ জন আবেদন করেছেন।