১৬ আগস্ট ২০২২, ১১:১০

ইবির ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২৭ আগস্ট, প্রতি আসনে ভর্তিচ্ছু ৬ জন

ইবির ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২৭ আগস্ট  © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘ডি’ ইউনিটে (ধর্মতত্ত্ব) ভর্তি আবেদন সম্পন্ন হয়েছে। এই ইউনিটের চারটি বিভাগে ৩২০ আসনের বিপরীতে আবেদন করেছে ২ হাজার ২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
একটি আসনের বিপরীতে লড়বেন ৬ জন ভর্তিচ্ছু।

রবিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল এ তথ্য নিশ্চিত করেছেন। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যতিরেখে স্বতন্ত্রভাবে আগামী ২৭ আগস্ট এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত বছর ২০২০-২১ শিক্ষাবর্ষে ধর্মতত্ত্ব অনুষদের স্বতন্ত্র ভর্তি পরীক্ষায় তিনটি বিভাগের ২৪০ আসন ছিল। এবার নতুন করে যুক্ত হয়েছে কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগ। ফলে ৮০ টি সিট বেড়ে ধর্মতত্ত্ব অনুষদের মোট সিট সংখ্যা ৩২০টি।

আরও পড়ুন: শর্ত সাপেক্ষে ইবি কর্মকর্তাদের বেতন স্কেল বৃদ্ধি

আইসিটি সেল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা গুচ্ছের বাইরে সতন্ত্রভাবে অনুষ্ঠিত হবে আগামী ২৮ আগস্ট। ইতোমধ্যে বিভাগটি ভর্তি আবেদন সম্পন্ন করেছে। এতে ২৫ আসনের বিপরীতে (কোটা ব্যতীত) আবেদন করেছে ২৮৬ জন শিক্ষার্থী। একটি আসনের বিপরীতে লড়বেন ১২ জন ভর্তিচ্ছু।

ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এন. এম. এরশাদ উল্লাহ বলেন, ধর্মতত্ত্বের আবেদন সন্তোষজনক। গত বছরের থেকে বেশি আবেদন পড়েছে। আশা করি সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারব।