সাত কলেজের ভর্তি পরীক্ষায় ১৫ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ১৫ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেননি।
শুক্রবার (১২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুস সামাদ।
তিনি বলেন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রায় শতকরা ৮৫ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। অনুপস্থিত ছিলো ১৫ শতাংশ পরীক্ষার্থী। সর্বোপরি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি।
এরআগে বিকেল সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত রাজধানীর ১৪টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: বুটেক্সের পরীক্ষায় উপস্থিতি ৬৩ শতাংশ, চলতি মাসেই ফল
কেন্দ্র গুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, ভিকারুন্নেছা নূন স্কুল এন্ড কলেজ, ভবন-১, ভিকারুন্নেছা নূন স্কুল এন্ড কলেজ, ভবন-২, গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (হোম ইকনোমিক্স কলেজ) , আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ ও মতিঝিল গভমেন্ট বয়েজ হাই স্কুল।
ভর্তি পরীক্ষা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী এবার বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৯ হাজার ৫১৭টি ৷