চবির কোন ইউনিটে কত আবেদন?

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করবেন এক লাখ ৪৩ হাজার ভর্তিচ্ছু। আগামী ১৬ আগস্ট ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে চবির ভর্তি যুদ্ধ শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট চারটি ইউনিট ও দুটি উপ ইউনিটে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘এ’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৫৪ হাজার ১০৫ জন। এই ইউনিটে আসন সংখ্যা এক হাজার ২১২টি। ফলে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৪ জন।

আরও পড়ুন: মেডিকেলে পড়ার ইচ্ছা ছিলো না তূর্ণার, চান্স পেয়ে বললেন ‘আমি বাঁচতে চাই’

‘বি’ এই ইউনিটে আবেদন করেছেন ৩৫ হাজার ৭৭৯ জন। এই ইউনিটে আসন রয়েছে এক হাজার ২২১টি। ফলে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৯ জন। ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ১১ হাজার ৬০ জন। আসন রয়েছে ৪৪১টি। প্রতি আসনের বিপরীতে লগবেন ২৫ জন। ‘ডি’  ইউনিটে আবেদন করেছেন ৩৯ হাজার ৩৯১টি। আসন রয়েছে এক হাজার ১৬০টি। ফলে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৪ জন। 

এছাড়া ‘বি-১’ উপ-ইউনিটে আবেদন করেছেন এক হাজার ৫৭৯ জন। আসন রয়েছে ১২৫টি। ফলে প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় ১৩ জন। ‘ডি-১’ উপ-ইউনিটে আসন রয়েছে ৩০টি। আবেদন করেছেন এক হাজার ৮১১ জন। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬০ জন।


সর্বশেষ সংবাদ