০১ আগস্ট ২০২২, ০৮:২২

রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। তিন ইউনিটে অনুষ্ঠিত এ পরীক্ষায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ছিল ‘এ’ ইউনিট। এর ফলাফল আগামী ৩ আগস্টের মধ্যে প্রকাশিত হবে বলে ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, রাবির ‘এ’ ইউনিটের ফলাফল ৩ আগস্টের মধ্যে প্রকাশিত হবে। ওএমআর ইমেজ মেশিনে নেওয়া হয়েছে। এখন ফলাফল যাচাই-বাছাই চলছে। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ইলিয়াস হোসেন গণমাধ্যমকে বলেন, ‘নির্ধারিত সময় ৪ তারিখের আগেই হয়তো ফলাফল দিতে পারবো আমরা।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ২৬ জুলাই চার শিফটে অনুষ্ঠিত হয় ‘এ’ ইউনিটের পরীক্ষা। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। এ বছর ‘এ’ ইউনিটে লড়েছে ৬৭ হাজার ২৩৭ জন ভর্তিচ্ছু।