০১ আগস্ট ২০২২, ০৮:০০

জাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রোববার ‘সি’ ইউনিটের মধ্যদিয়ে এবারের ভর্তিযুদ্ধ শুরু হলো। আজ সোমবার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাঁচ শিফটে এ পরীক্ষা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেছেন, এ বছর ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাদা পোশাকে পুলিশ কাজ করছে। এ ছাড়া ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা এবং শিক্ষকরাও তৎপর রয়েছেন।

জানা গেছে, রোববার সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা পাঁচ শিফটে অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ৬ শিফটে। এর মধ্যে মঙ্গলবার পাঁচ শিফট এবং ৩ আগস্ট এক শিফটে পরীক্ষা হবে।

আরো পড়ুন: জাবি ভর্তি পরীক্ষায় সাদা পোশাকে কাজ করছে পুলিশ

৩ আগস্ট পাঁচ শিফটে ‘ডি’ ইউনিটের এবং ৪ আগস্ট তিন শিফটে একই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান বলেন, ভর্তি পরীক্ষা সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জালিয়াতি ঠেকাতে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।