সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে প্রশ্ন, অভিযোগ পেলে খতিয়ে দেখবে কমিটি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ১১:৫২ AM , আপডেট: ৩১ জুলাই ২০২২, ১২:৩৫ PM
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটে ভর্তি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করার অভিযোগ তুলেছেন ভর্তিচ্ছুরা। এ বিষয়ে প্রমাণসহ লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।
গতকাল শনিবার দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের ৫৭টি উপকেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এই পরীক্ষা হয়। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে প্রশ্ন করার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ নিয়ে রবিবার দ্যা ডেইলি ক্যাম্পাস কথা বলেছে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের সাথে।
তিনি বলেন, পরীক্ষা শেষ হওয়ার পর থেকে এমন অভিযোগ শুনেছি। তবে ঢালাও ভাবে অভিযোগ না করে কয়টি প্রশ্ন সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে থেকে এসেছে সেই তথ্য কেউ দেয়নি। কোন বিষয়ের কোন প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে সেটি লিখিত আকারে আমাদের কাছে জমা দিলে আমরা এ বিষয়টি খতিয়ে দেখব।
অধ্যাপক ইমদাদুল হক আরও বলেন, এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ীই ভর্তি পরীক্ষার প্রশ্ন করা হয়েছে। প্রশ্নপত্র যারা তৈরি করেছে তাদের সেভাবেই নির্দেশনা দেয়া ছিল। এরপরও অনেকে বলছে সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে। তবে কেউ এটা বলছে না যে কোন প্রশ্নটি সিলেবাসের বাইরে থেকে এসেছে। তথ্য-প্রমাণসহ অভিযোগ পেলে এ বিষয়ে খতিয়ে দেখা হবে।