৩১ জুলাই ২০২২, ০৮:২৩

জাবির ভর্তি পরীক্ষা শুরু

জাবির ভর্তি পরীক্ষা শুরু
ভর্তি পরীক্ষার্থী   © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৯টায় সি ইউনিটের প্রথম শিফটের মধ্যদিয়ে এবারের ভর্তিযুদ্ধ শুরু হলো।

জানা গেছে, রবিবার (৩১ জুলাই) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা পাঁচ শিফটে অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ এদিনও ৫ শিফটে পরীক্ষা হবে। এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ৬ শিফটে। এর মধ্যে মঙ্গলবার (২ আগস্ট) ৫ শিফট এবং ৩ আগস্ট এক শিফটে পরীক্ষা হবে।

৩ আগস্ট ৫ শিফটে ডি ইউনিটের এবং ৪ আগস্ট ৩ শিফটে একই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ই ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান বলেন, ভর্তি পরীক্ষা সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জালিয়াতি ঠেকাতে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আমরা পরীক্ষা নিতে পুরোপুরি প্রস্তুত।