যে কারণে ওএমআর বাতিল হতে পারে রাবি ভর্তিচ্ছুদের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে সকাল ৯টা থেকে। পরীক্ষা উপলক্ষে আধা ঘণ্টা আগেই কেন্দ্রে প্রবেশ করতে শুরু করে ভর্তিচ্ছুরা। সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষা দেওয়া শুরু করেন তাঁরা।
পরীক্ষার কেন্দ্রের নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বলেন, সেন্টারগুলোতে পরীক্ষা অত্যন্ত নিখুতভাবে অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের অসদুপায় কিংবা জালিয়াতির সুযোগ নেই৷ তবে যদি কেউ এমন উপায় অবলম্বন করেন, তবে তার ওএমআর ও সিট বাতিল করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ ‘সি’ ইউনিটে প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। চার শিফটে অনুষ্ঠিত হবে প্রথম দিনের ভর্তি পরীক্ষা। বেলা ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা এবং সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা চলবে। ক্যাম্পাসের প্রতিটি কেন্দ্রে পরীক্ষার ৩০ মিনিট পূর্বে প্রবেশ করতে পারবে পরীক্ষার্থীরা। এবছর ‘সি’ ইউনিটে মোট ভর্তিচ্ছু শিক্ষার্থী সংখ্যা ৭২ হাজার ৪১০ জন।
আরো পড়ুন: ‘সি’ ইউনিট দিয়ে রাবির ভর্তিযুদ্ধ শুরু
পরীক্ষা চলাকালে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কিছু নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনা অনুসারে প্রতিদিন পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কক্ষের প্রবেশগেট খুলে দেয়া হবে। পরীক্ষা চলাকালে কোনো ভর্তিচ্ছু পরীক্ষা কক্ষের বাইরে যেতে পারবে না এবং পরীক্ষার হলে মোবাইল ফোন ও ক্যালকুলেটরসহ মেমোরীযুক্ত অন্য কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না।
২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের মাধ্যমে শুরু হচ্ছে আজকের ভর্তি পরীক্ষা। যা চলবে ২৫-২৭ জুলাই। ২৬ জুলাই ‘এ’ ইউনিট ও ২৭ জুলাই ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।