০৩ জুলাই ২০২২, ১৪:৪৬

রাবি ভর্তি পরীক্ষার অ্যাডমিটকার্ড ডাউনলোড শুরু 

রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার অ্যাডমিটকার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে এ প্রক্রিয়া  আগামী ৭ জুলাই পর্যন্ত চলমান থাকবে।

রবিবার (৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

সেন্টার সূত্রে জানা গেছে, ৩ জুলাই দুপুর ১২ টা থেকে এডমিটকার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়। দুই ঘন্টার ব্যবধানে প্রায় ৩০ হাজার ভর্তিচ্ছু অ্যাডমিটকার্ড ডাউনলোড সম্পন্ন করেছেন।

আরও পড়ুন: বুয়েটে পড়ুক চায় না পরিবার, ভিন্ন কথা বলছেন ফাইয়াজ

আইসিটি সেন্টারের পরিচালক বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে অ্যাডমিনকার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে। এটা চলবে ৭ জুলাই পর্যন্ত। নির্দিষ্ট সময়ে মধ্যে সকলকে কার্ড ডাউনলোড সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা আগামী ২৫-২৭ জুলাই অনুষ্ঠিত হবে। প্রতিদিন চার শিফটে ১৮ হাজার করে মোট ৭২ হাজার ভর্তিচ্ছু পরীক্ষা দিতে পারবে। এবছর মোট আবেদন পড়েছে ১ লাখ ৭৮ হাজার ২৬৮টি। ফলে ৪ হাজার ২০ আসনের বিপরীতে লড়বে ৪৪ জন ভর্তিচ্ছু। 

প্রবেশপত্র সংগ্রহ করতে এখানে ক্লিক করুন