গুচ্ছভুক্ত ইবির আসনসংখ্যা ও খুঁটিনাটি
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তির আবেদন প্রক্রিয়া শনিবার (২৫ জুন) শেষ হচ্ছে। এদিন দিবাগত রাত ১২টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। এর আগে, গত ১৫ জুন থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়।
গুচ্ছের টেকনিক্যাল সাব কমিটি সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জুন) বিকেল ৫টা পর্যন্ত ‘ক’, ‘খ’ ও ‘গ’ তিনটি ইউনিটে সর্বমোট ২ লাখ ৪৭ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে ‘ক’ ইউনিটে ১ লাখ ৪০ হাজার, ‘গ’ ইউনিটে ৩২ হাজার এবং ‘খ’ ইউনিটে ৭৫ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছেন।
জেনে নেওয়া যাক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইউনিটভিত্তিক আসন সংখ্যা ও খুঁটিনাটি বিষয়ে……
নং |
বিভাগের নাম |
প্রতিষ্ঠার বছর |
আসন |
০১ |
জৈব প্রযুক্তি ও জীনতত্ত্ব প্রকৌশল |
১৯৯৮ |
৫০ |
০২ |
ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি |
১৯৯৮ |
৫০ |
০৩ |
ফার্মেসী |
২০১৭ |
৫০ |
ইসলামী বিশ্ববিদ্যালয় -(ইবি) ১৯৮৬ সালের ২৮ জুন তাদের একাডেমিক কার্যক্রম শুরু করে। বর্তমানে ৮টি অনুষদের অধীনে ৩৫টি বিভাগ চালু আছে।
নং |
বিভাগের নাম |
প্রতিষ্ঠার বছর |
আসন |
০১ |
গণিত |
২০০৭ |
৫০ |
০২ |
পরিসংখ্যান |
২০০৯ |
৫০ |
০৩ |
পরিবেশ বিজ্ঞান ও ভূগোল |
২০১৭ |
৫০ |
০৪ |
শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান |
২০২২ |
২৫ |
বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, ব্যবসা প্রশাসন, সামাজিক বিজ্ঞান এবং মানবিক ও কলা অনুষদীয় বিষয়ের পাশাপাশি দেশে শুধুমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ধর্মতত্ব ও ইসলামী আইনের ওপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করা হয়।
নং০১ |
বিভাগের নাম |
প্রতিষ্ঠার বছর |
আসন |
হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা |
১৯৮৬ |
৭৫ |
|
০২ |
ব্যবস্থাপনা |
১৯৮৬ |
৭৫ |
০৩ |
অর্থসংস্থান ও ব্যাংকিং |
২০০৯ |
৭৫ |
০৪ |
বিপণন |
২০১৫ |
৭৫ |
০৫ |
মানব সম্পদ ব্যবস্থাপনা |
২০১৭ |
৭৫ |
০৬ |
পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা |
২০১৭ |
৭৫ |
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আটটি হল আছে। ছাত্রদের জন্য পাঁচটি এবং ছাত্রীদের জন্য তিনটি আবাসিক হল রয়েছে। ছাত্র হলো- সাদ্দাম হোসেন হল, শহীদ জিয়াউর রহমান হল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, লালন শাহ হল ও শেখ রাসেল হল।
নং |
বিভাগের নাম |
প্রতিষ্ঠার বছর |
আসন |
০১ |
তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল |
১৯৯৫ |
৫০ |
০২ |
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল |
১৯৯৫ |
৫০ |
০৩ |
ফলিত রসায়ন ও কেমিকৌশল |
১৯৯৫ |
৫০ |
০৪ |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
১৯৯৮ |
৫০ |
০৫ |
জৈবচিকিৎসা প্রকৌশল |
২০১৭ |
৫০ |
ছাত্রীদের হলগুলো হল- খালেদা জিয়া হল, দেশরত্ন শেখ হাসিনা হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।
নং |
বিভাগের নাম |
প্রতিষ্ঠার বছর |
আসন |
০১ |
আরবি ভাষা ও সাহিত্য |
১৯৯১ |
৮০ |
০২ |
বাংলা |
১৯৯১ |
৮০ |
০৩ |
ইংরেজি |
১৯৯১ |
১০০ |
০৪ |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি |
১৯৯১ |
৮০ |
০৫ |
চারুকলা |
২০১৯ |
৩০ |
বর্তমানে আইইউতে একটি ইন্সটিটিউট রয়েছে, ইন্সটিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (ইসলামি শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট)। বিএড, এমএড, ডিপ্লোমা, ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, জুনিয়র ডিপ্লোমা ইন চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এই ইন্সটিটিউট দ্বারা পরিচালিত হয়।
নং |
বিভাগের নাম |
প্রতিষ্ঠার বছর |
আসন |
০১ |
অর্থনীতি |
১৯৮৯ |
৭৫ |
০২ |
লোকপ্রশাসন |
১৯৯১ |
৭৫ |
০৩ |
রাষ্ট্রবিজ্ঞান |
২০১৫ |
৭৫ |
০৪ |
লোকাচার বিদ্যা |
২০১৫ |
৮০ |
০৫ |
উন্নয়ন অধ্যয়ন |
২০১৭ |
৭৫ |
০৬ |
সমাজকল্যাণ |
২০১৭ |
৭৫ |
০৭ |
গণযোগাযোগ ও সাংবাদিকতা |
২০২১ |
৩০ |
ওয়েবমেট্রিক্স ইউনিভার্সিটি র্যাংকিং ওয়েবসাইট অনুযায়ী ২০২১ সালের সংস্করণে, বিশ্বব্যাপী ৩০,০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ ২১৮৮তম স্থানে রয়েছে। ২০১৯-২০ সেশনে 4icu.org ওয়েবসাইট দ্বারা ইসলামী বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী ১৩৮০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯৩২১তম অবস্থানে ছিল।
নং |
বিভাগের নাম |
প্রতিষ্ঠার বছর |
আসন |
০১ |
আল কুরআন ও ইসলামী শিক্ষা |
১৯৮৬ |
৮০ |
০২ |
দাওয়াহ ও ইসলামী শিক্ষা |
১৯৮৬ |
৮০ |
০৩ |
আল হাদীস ও ইসলামী শিক্ষা |
১৯৯২ |
৮০ |
আরেকটি দিক হল edurank.org ওয়েবসাইটটি ১৬৯৫৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামিক ইউনিভার্সিটি, বাংলাদেশের ৬২০৯তম অবস্থানে রয়েছে। রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং ওয়েবসাইট ২০২০ খ্রিস্টপূর্বাব্দে বিশ্বব্যাপী ২৮০০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ৪৩৫৫তম অবস্থানে রয়েছে।
নং |
বিভাগের নাম |
প্রতিষ্ঠার বছর |
আসন |
০১ |
আইন |
১৯৯০ |
৮০ |
০২ |
আল-ফিকহ ও আইন বিভাগ |
২০০৩ |
৮০ |
০৩ |
আইন ও ভূমি ব্যবস্থাপনা |
২০১৭ |
৮০ |