গুচ্ছ ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে যা বলছেন উপাচার্যরা
সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচিও হাতে নিয়েছেন ভর্তিচ্ছুরা।
বিষয়টি নিয়ে গুচ্ছভুক্ত বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলেছে দ্যা ডেইলি ক্যাম্পাস। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে চাননি কোনো উপাচার্য। তবে অধিকাংশ উপাচার্যই পরীক্ষা নির্ধারিত সময়েই নেয়ার কথা জানিয়েছেন।
পরীক্ষা পেছানো নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল সাব কমিটির আহবায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার জানান, পরীক্ষার এখনো এক মাসের বেশি সময় বাকি। এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি।
আরও পড়ুন: ছাত্রীকে থাপ্পড়, জবির দুই ছাত্র বহিষ্কার
গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহবায় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক বলেন, এ বিষয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। আশা করছি খুব দ্রুত বন্যা পরিস্থিতির উন্নতি হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, পরীক্ষা পেছানোর বিষয়টি আমার একার না। এটা একটা সম্মিলিত সিদ্ধান্ত। এ বিষয়ে আমার একার পক্ষে কিছু বলা সম্ভব না।