যবিপ্রবির পিইএসএস বিভাগের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের (পিইএসএস) ২০২১-২২ সেশনের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যবিপ্রবির স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের অধীনে এ বিভাগের আসন সংখ্যা ৩০ টি। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০৫০ টাকা। আবেদন করা যাবে আগামীকাল (২৩ জুন) দুপুরে ১২ টা থেকে ৩০ জুন রাত ১১ঃ৫৯ পর্যন্ত।
সাধারণ শিক্ষার্থীদের জন্য পরীক্ষার মান বন্টন: ইংরেজি-১০, বাংলা-২০, সাধারণ জ্ঞান-৪০, ব্যবহারিক-২০ এবং এসএসসি ও এইচএসসির ফলাফলে ১০। এছাড়া জাতীয় দলের খেলোয়াড় অথবা জাতীয় পদক পাওয়া পরীক্ষার্থীদের জন্য ব্যবহারিকে ৪০ ও এসএসসি, এইচএসসির ফলাফলে ১০ মার্ক নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: ৪৪তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫৭০৮
ন্যূনতম জিপিএ ও অত্যাবশ্যকীয় শর্তাবলী:
(ক) জাতীয় অথবা বয়সভিত্তিক জাতীয় দলের খেলোয়াড় (NTP) ও জাতীয় অথবা বয়স ভিত্তিক জাতীয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত (NLMW) পরীক্ষার্থীদের ক্ষেত্রে যেকোনো বিভাগ হতে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ২.৫০ সহ মোট জিপিএ ৬.০০ থাকতে হবে। এসকল পরীক্ষার্থীদেরকে সরাসরি ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে মূল সনদসমূহ প্রদর্শন করে তার ফটোকপিসমূহ সম্যয়কারীর নিকট জমা দিতে হবে।
(খ) সাধারণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে যে কোনো বিভাগ হতে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। MCQ অংশে ন্যূনতম ৪০% ও ব্যবহারিক অংশে ন্যূনতম ৪০% নম্বর পেতে হবে। (গ) সাধারণ পরীক্ষার্থীদের মধ্যে MCQ পরীক্ষায় উত্তীর্ণ শ্রীক্ষার্থীদেরকে ব্যবহারিক পরীক্ষার জন্য আহ্বান করা হবে। তাদেরকে ব্যবহারিক পরীক্ষায় শারীরিক সক্ষমতা ও যেকোনো একটি খেলায় দক্ষতা প্রমাণ করতে হবে।
এছাড়াও ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.just.edu.bd এবং https://admission.just.edu.bd পাওয়া যাবে।