০৮ জুন ২০২২, ১৯:৪৫

শাবিপ্রবিতে ঢাবির ‘ক’ ইউনিটের পরীক্ষায় অংশ নেবে ২৮৯৬ জন

ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ছবি

আগামী শুক্রবার (১০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় বিভাগীয় কেন্দ্র হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে অংশ নেবে ২ হাজার ৮৯৬ জন।

বুধবার (৮ জুন) শাবিপ্রবিতে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শাবিপ্রবির মোট সাতটি কেন্দ্রে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৫টি একাডেমিক ভবন, আইআইসিটি ভবন ও শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। সাতটি কেন্দ্রে মোট ২ হাজার  ৮৯৬ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবে।

আরও পড়ুন: প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন বশেমুরবিপ্রবির দুই শিক্ষার্থী

অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার আরও বলেন, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আয়োজনের সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। আশা করছি কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে এ পরীক্ষা সম্পন্ন হবে।