ঢাবি ভর্তিযুদ্ধ: রাবিতে ‘খ’ ইউনিটে উপস্থিতির হার ৯৭.৭ শতাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার উপকেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপস্থিতির হার ৯৭.৭ শতাংশ।
শনিবার (৪ জুন) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শেষে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইলিয়াস হোসাইন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের পরীক্ষার অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ হাজার ২১৮ জন। তবে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭ হাজার ৫২ জন। যার মধ্যে অনুপস্থিত ছিল ১৬৬ জন। সে হিসেবে পরীক্ষায় উপস্থিতির হার ৯৭.৭ শতাংশ। তাছাড়া পরীক্ষা চলাকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটনার খবর পাওয়া যায় নি।
উল্লেখ্য, ভর্তিচ্ছুদের যাতায়াত ও আনুসাঙ্গিক ভোগান্তি হ্রাসের লক্ষ্যে দ্বিতীয়বারের মতো ঢাকা ও ঢাকার বাহিরে দেশের ৭ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই ধারাবাহিকতায় কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো।
এবছর ঢাবির ভর্তি পরীক্ষায় ২ লাখ ৯০ হাজার ৩৪৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। মোট আসন সংখ্যা ৬ হাজার ৩৫টি। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রায় ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।