আগেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, সেকেন্ড টাইমের সুযোগ নেই: চবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবি ফের নাকচ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া এক প্রতিক্রিয়ায় এ কথা জানান।
চবি প্রক্টর বলেন, এ বিষয়টা নিয়ে ভর্তি কমিটিতে আগেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী তাদের এখানে সুযোগ দেয়া যাচ্ছে না।
এর আগে, এদিন সকাল সাড়ে দশটার চট্টগ্রাম নগরের ষোলশহর রেলওয়ে স্টেশনে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে কাফনের কাপড় গায়ে জড়িয়ে রেললাইন অবরোধ কর্মসূচি পালন করেন ভর্তিচ্ছুরা।
আরও পড়ুন: চবি ভর্তিচ্ছুদের কাফনের কাপড় গায়ে জড়িয়ে রেললাইন অবরোধ
তাদের আন্দোলনের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী সাড়ে দশটার শাটল ট্রেন আধাঘন্টা দেরিতে ছেড়ে যায়। এসময় ‘বঙ্গবন্ধুর বাংলায় সেকেন্ড টাইম কেন নাই, শেখ হাসিনার বাংলায় সেকেন্ড টাইমের সুযোগ চাই’, ‘চবি সেকেন্ড টাইম, আমাদের দাবি মানতে হবে’ স্লোগান দেন তারা।
আন্দোলনকারী রিমকাতুল জান্নাত বলেন, দীর্ঘ ৬ মাস আমরা আন্দোলন করে আসছি। শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি- সবখানেই আমাদের দাবির বিষয়ে অবহিত করেছি। তারাও আমাদের বিষয়ে একমত। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে বার বার কথা দিয়ে কথা ভঙ্গ করছেন। বাধ্য হয়ে আমরা কাফনের কাপড় পড়ে আন্দোলনে নেমেছি।
রবিউল হাসান ভুঁইয়া বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের বলব, তারা যেন যেসব বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম সুযোগ আছে সেখানে ভর্তি পরীক্ষার চেষ্টা করে। আর শহরে আন্দোলনের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী দেখবে।