জাবির কোন ইউনিটে কত আসন?

জাবি
জাবি   © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ ভর্তি আবেদন গত ১৮ মে থেকে শুরু হয়েছে। এ আবেদন প্রক্রিয়া আগামী ১৬ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

এছাড়া আগামী ৩১ জুলাই হতে ১১ আগস্টের মধ্যে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হবে। ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে। চলুন জেনে নেওয়া ইউনিটভিত্তিক জাবির আসন সংখ্যা...

গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ & IIT (A ইউনিট):

বিভাগ

ছাত্র

ছাত্রী

আসন সংখ্যা

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং

২৫

২৫

৫০

রসায়ন

৩৫

৩৫

৭০

পদার্থবিজ্ঞান

৩৫

৩৫

৭০

গণিত

৪০

৩৫

৭৫

পরিসংখ্যান

৩৫

৩০

৬৫

পরিবেশ বিজ্ঞান

২০

২০

৪০

ভূতাত্ত্বিক বিজ্ঞান

২০

২০

৪০

IIT

২৮

২৮

৬৫

মোট আসন

২৩৮

২২৮

৪৬৬

 

সমাজবিজ্ঞান অনুষদ & আইন অনুষদ (B ইউনিট):

 

বিষয়

ছাত্র

ছাত্রী

মোট আসন

অর্থনীতি

৩৫

৩৫

৭০

নগর ও অঞ্চল পরিকল্পনা

২০

২০

৪০

লোক প্রশাসন

২৫

২৫

৫০

সরকার ও রাজনীতি

৩৩

৩৩

৬৬

নৃবিজ্ঞান

২০

২০

৪০

ভূগোল ও পরিবেশ

৩০

৩০

৬০

আইন ও বিচার

৩০

৩০

৬০

মোট আসন

১৯৩

১৯৩

৩৮৬

 

কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট (সি ইউনিট): এই অনুষদে মোট আসন সংখ্যা ৪৬৭টি। এর মধ্যে ছেলেদের জন্য ২৩৪টি এবং মেয়েদের জন্য ২৩৩ টি আসন বরাদ্দ রয়েছে।

বিষয়/বিভাগ

ছাত্র

ছাত্রী

মোট আসন

আন্তর্জাতিক সম্পর্ক

৩৫

৩৫

৭০

জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ

১৮

১৮

৩৬

বাংলা

৩০

৩০

৬০

ইংরেজি

৩৫

৩৫

৭০

ইতিহাস

৩০

৩০

৬০

দর্শন

২৫

২৫

৫০

প্রত্নতত্ত্ব

১৫

১৫

৩০

নাটক ও নাট্যতত্ত্ব

১৩

১৩

২৬

চারুকলা

১৮

১৭

৩৫

বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট

১৫

১৫

৩০

জীববিজ্ঞান অনুষদ (D ইউনিট):

বিভাগ

ছাত্র

ছাত্রী

মোট আসন

ফার্মেসী

২৫

২৫

৫০

বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং

১২

১২

২৪

মাইক্রোবায়োলজি

১৮

১৮

৩৬

প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান

৩০

৩০

৬০

পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স

২০

২০

৪০

প্রাণিবিদ্যা

২৫

২৫

৫০

উদ্ভিদবিজ্ঞান

৩০

৩০

৬০

 

IBA (BBA) (ই ইউনিট): 

বিভাগ

ছাত্র

ছাত্রী

আসন সংখ্যা

মার্কেটিং

২৫

২৫

৫০

ফিন্যান্স এন্ড ব্যাংকিং

২৫

২৫

৫০

ম্যানেজমেন্ট স্টাডিজ

২৫

২৫

৫০

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম

২৫

২৫

৫০

IBA ( BBA)

২৫

২৫

৫০

মোট আসন সংখ্যা

১২৫

১২৫

২৫০

 


সর্বশেষ সংবাদ