ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে বিডিইউ উপাচার্য বরাবর স্মারকলিপি

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ছবি

গুচ্ছে ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন ২০২০ সালের এইচএসসি ইমপ্রুভমেন্টের শিক্ষার্থীরা।

শনিবার (১৪ মে) ইমপ্রুভমেন্টের শিক্ষার্থীদের পক্ষে মোহাম্মদ এনায়েত এই স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, অসুস্থতা, পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে ২০১৯ সালে  অনেক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এর ফলে আমরা ২০২০ সালে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ পাইনি। আমরা ২০২০ সালে ইমপ্রুভমেন্ট দিয়েছি। কেবলমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন থাকায় আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে এইচএসসিতে ভালাে ফল করেছি।

তারা জানান, এইচএসসিতে ভালো ফল করেও কেবলমাত্র ইমপ্রুভমেন্ট দেওয়ার কারণে আমরা ভর্তি পরীক্ষার সুযোগ পাচ্ছি না। এই অবস্থায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ২০১৭ সালে এসএসসি পরীক্ষা দেওয়া এবং ২০২০ সালে এইচএসসি ইমপ্রুভমেন্টের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি।

আরও পড়ুন: ভর্তির সুযোগ দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৬ সালে এসএসসি পাসকৃতদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় এসএসসি ২০১৭ এবং এইচএসসি ২০২০ এর শিক্ষার্থীরা পরীক্ষার সুযোগ পাচ্ছে। অথচ গুচ্ছে আমরা সেই সুযোগ পাচ্ছি না।

শিক্ষার্থীরা আরও বলেন, গুচ্ছ পদ্ধতিতে আমরা এসএসসি ২০১৭ এবং এইচএসসি ২০২০ ইমপ্রুভমেন্টের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছি। হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্ন পূরণ করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি অগ্রণী ভুমিকা পালন করবে বলেই আমাদের প্রত্যাশা।


সর্বশেষ সংবাদ