কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২৪ সেপ্টেম্বর, এবার নেতৃত্বে শেকৃবি
সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সম্প্রতি অনুষ্ঠিত কৃষি গুচ্ছের সভায় এই তারিখ চূড়ান্ত করা হয়।
আগের ৭টি বিশ্ববিদ্যালয়সহ এবার নতুন একটি কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে যুক্ত হতে যাচ্ছে। সে হিসেবে মোট ৮টি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা।
গতকাল বুধবার বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম।
তিনি বলেন, কৃষি গুচ্ছের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। কোন বিশ্ববিদ্যালয় কত আসনে শিক্ষার্থী ভর্তি করাবে তা পরবর্তী সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
গুচ্ছের নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি সম্পর্কে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিষ্ঠার ক্রমানুসারে এ দায়িত্ব প্রদান করা হয়ে থাকে। সেই হিসেবে এবছর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছের দায়িত্ব পালন করবে এবং নিয়ম অনুযায়ী আগামি গুচ্ছ ভর্তি পরীক্ষা অন্য একটি বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে বলে জানান তিনি।
২০২১-২২ শিক্ষাবর্ষে আটটি গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (হকৃবি)।