ডেন্টালের ভর্তি পরীক্ষা শুরু

ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষা   © ফাইল ফটো

২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়েছে চলবে ১১টা পর্যন্ত।

জানা গেছে, এবার সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য প্রায় ৬০ হাজারের মত আবেদন করা হয়েছে।

১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের ১ ঘণ্টার ভর্তি পরীক্ষা হবে। পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে।

এদিন সকাল ১০টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সরকারি তিতুমীর কলেজে সরেজমিন ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। এর আগে শিক্ষার্থীরা ২০ মার্চ সকাল থেকে ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পায়।

পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে সব দেশি ও বিদেশি শিক্ষা কার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দু’টি পরীক্ষা মিলে মোট জিপিএ শর্ত ছিল ৯। সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর (সমতল ও পার্বত্য জেলা) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দু’টি পরীক্ষায় মোট জিপিএ ছিল ৮। তবে কোনো একক পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৫-এর কম থাকলে আবেদন করা যায়নি।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ১১টি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজসহ পরীক্ষা কেন্দ্র ১২টি। পরীক্ষার্থীর সংখ্যা ৬৫ হাজার ৯০৭ জন। ভেন্যুর সংখ্যা ২৬ ও হলের সংখ্যা ৯২৯টি। ঢাকায় পরীক্ষার্থী ৩১ হাজার ৩৫ জন ও পরীক্ষার ভেন্যুর সংখ্যা ৯টি।

আরও পড়ুন: যুক্তরাজ্যের কালো তালিকায় নেই ‘Comilla University’

এ বছর একটি সরকারি ডেন্টাল কলেজ ও আটটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, অর্থাৎ নয়টি সরকারি কলেজ ও ইউনিটে এবং বেসরকারি ১২টি ডেন্টাল কলেজ ও ১৪টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে, অর্থাৎ ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আজ দেশব্যাপী ১১টি মেডিকেল কলেজ ও ১টি ডেন্টাল কলেজের ২৬টি ভেন্যুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর হতে ২০০ নম্বরসহ মোট ৩০০ নম্বরের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। পরীক্ষার্থীদের মধ্যে মুক্তিযোদ্ধা, উপজাতি ও অ-উপজাতিদের জন্য নির্ধারিত আসন বাদে অবশিষ্ট আসনে ৮০ শতাংশ জাতীয় মেধায় ও ২০ শতাংশ জেলা কোটায় ভর্তি হতে পারবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, মোট আসনের মধ্যে মেধা কোটায় ৪২৪, জেলা কোটায় ১০৬, মুক্তিযোদ্ধা কোটায় ১০ ও উপজাতীয় কোটায় ৫ জন ভর্তির সুযোগ পাবেন। এছাড়া ১২টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ১৪টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ১ হাজার ৪০৫টি আসনের জন্য মেধাভিত্তিকভাবে শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।


সর্বশেষ সংবাদ