ডেন্টালের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

ডেন্টাল ভর্তি পরীক্ষা
ডেন্টাল ভর্তি পরীক্ষা  © প্রতীকী ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষে ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। আগামী শুক্রবার (২২ এপ্রিল) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, আজ রবিবার (১৭ এপ্রিল) থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন ভর্তিচ্ছুরা। এজন্য ভর্তির ওয়েবসাইটে (http://dgme.teletalk.com.bd/) গিয়ে তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে স্ব স্ব প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার বিভিন্ন ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪৫টি। এর বিপরীতে বিডিএস কোর্সে ভর্তির জন্য আবেদন করেছেন ৬৫ হাজার ৯০৭ জন। ফলে প্রতি আসনের বিপরীতে ১২০ দশমিক ৯৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রসঙ্গত, গত ২০ মার্চ ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়। এরপর ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পেরেছেন। এদিকে, আজ থেকে প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়ে চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।


সর্বশেষ সংবাদ