কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হচ্ছে আরও বিশ্ববিদ্যালয়
২০২১ সালের মতো এবারও কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা থাকছে। এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় নতুন করে আরও একটি বিশ্ববিদ্যালয় যুক্ত হচ্ছেন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) ইউজিসির সঙ্গে এক সভা শেষে এই তথ্য জানান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. লুৎফর হাসান।
তিনি জানান, গুচ্ছ ভর্তি পরীক্ষা হলে শিক্ষার্থী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না। ভর্তি যুদ্ধে অনেক পরিবার এক লক্ষ টাকা পর্যন্ত খরচ করেন বলে আমরা দেখছি। সুতরাং এইখানে এটা লাঘব হবে।
তিনি আরও জানান, আমরা সমন্বয় করছি। আরও কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে, তারাও আমাদের সঙ্গে আসবে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় চলে আসার সম্ভাবনা আছে। আরও নতুন যে কৃষি বিশ্ববিদ্যালয় তারাও এখানে আসবে।
এদিকে, নতুন তিনটি বিশ্ববিদ্যালয় নিয়ে সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবারও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা থাকছে। নতুন করে যে বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছে যুক্ত হচ্ছে- কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।
এর আগে, ২০২১-২২ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিভিন্ন নানান বিষয় নিয়ে উপাচার্যদের সঙ্গে কমিশনের নীতিনির্ধারকরা আলোচনা করতে সভায় বসেন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কার্যালয়ে এ সভা হয়। বেলা দেড়টা চলে এই সভা। সভায় ইউজিসির প্রতিনিধিসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ রাখা এবং সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে মতামত জানতে চেয়ে চিঠি পাঠায় ইউজিসি।
সেই চিঠির প্রেক্ষিতে নিজেদের মতামত দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। চিঠিতে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মতামত নিয়ে সমস্যা দেখা দেয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সভায় বসছে ইউজিসি।