০৫ এপ্রিল ২০২২, ১৩:৪৪

এবারও মেডিকেল ভর্তির ফলে প্রথম মেয়ে

মীম ও মুনমুন   © সংগৃহীত

২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলে এবারও প্রথম হয়েছেন মেয়ে ভর্তিচ্ছু। এবার মেডিকেল ভর্তির ফলে জাতীয় মেধা তালিকায় প্রথম হয়েছেন সুমাইয়া মোসলেম মীম। তিনি খুলনা মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছেন। তিনি ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৯২.৫ নম্বর পেয়েছেন।

এর আগে ২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষার মেধা তালিকায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মিশোরী মুনমুন। তিনি পাবনা মেডিকেল কলেজ থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৮৭ দশমিক ২৫। 

মঙ্গলবার (৫ এপ্রিল) এ ফল প্রকাশ করা হয়। জাতীয় মেধার ভিত্তিতে মোট ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। যা মোট পরীক্ষার্থীর ৫৫ দশমিক ১৩ শতাংশ। এর আগে শুক্রবার (১ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৭৯ হাজার ৩৩৭ জন। নির্বাচিতদের মধ্যে মহিলা: পুরুষ অনুপাত ৫৬.০৯:৪৩.৯১ (মহিলা ৪৪৫০৪ জন, পুরুষ ৩৪৮৩৩ জন) জন ভর্তিচ্ছু।

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর তা অধিদপ্তরের সংশ্লিষ্ট ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/mbbs/) ফল প্রত্যাশী পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন। এছাড়া যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাদের মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া প্রকাশিত ফল যেকোনো মুহূর্তে রেজাল্ট অধিদপ্তরের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। ফল দেখতে এখানে ক্লিক করুন।

এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৪১৭৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ। এবার ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে যাচ্ছে। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। এমবিবিএস পরীক্ষায় পাস নম্বর ৪০।