০৪ এপ্রিল ২০২২, ১৫:৩৮

মেডিকেলের ফল আগামীকাল

মেডিকেলের ফল  © সংগৃহীত

২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষার ফল আগামীকাল প্রকাশ করা হবে। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব। তিনি বলেন, আগামীকাল দুপুরে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

তবে পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইনঞ্জিনিয়ারিং বিভাগ এ বছর পরীক্ষার খাতা মূল্যায়ন করে। ফল হস্তান্তরের পর সেটি নিয়ে বৈঠকে বসে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্তাব্যক্তিরা।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন বলেন, ফল প্রস্তুত আছে। তবে ফল প্রকাশের আগে বেশ কিছু বিষয় আছে। অনেক কিছু দেখতে হয়। যার দরুন একটু সময় লাগছে।

আরও পড়ুন- যেভাবে জানা যাবে মেডিকেল ভর্তির ফল

শুক্রবার (১ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৭৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ। এবার ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে যাবে। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। এমবিবিএস পরীক্ষায় পাস নম্বর ৪০।