রাবিতে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দেওয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে ২০২০ সালের এইচএসসি উত্তীর্ণদের পক্ষে আবির মাহমুদ, রাফি হাসান, ও প্রকাশ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ বিষয়ে রাফি হাসান বলেন, আমরা মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রেখেছিলাম। শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত মতামতের ওপর ভরসা করে আন্দোলন শুরু করি। আমাদের ন্যায্য আন্দোলনে আমরা সফল হতে যাচ্ছি। আশা করি দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠিত হবে।
আবির মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ে মাঠে আছি। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের মাধ্যমে আমাদের অধিকার আদায় শুরু হলো। আশা করছি পর্যায়ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পুনরায় বহাল হবে।
আরও পড়ুন: মেডিকেলে প্রশ্নফাঁসের প্রলোভন, আটক ১
এর আগে বৃহস্পতিবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপ-কমিটির এক সভায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। শিক্ষার্থীরা কেবলমাত্র ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন। করোনাকালীন শিক্ষার্থীদের করোনাকালীন ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য শুধু এই বছরের জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হচ্ছে।
আগামী ২৪ জুলাই থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। যা চলবে ২৭ জুলাই পর্যন্ত।এবার ভর্তি পরীক্ষা থাকবে ৪ ইউনিটের বিপরীতে ইউনিট প্রতি ৭২ হাজার পরীক্ষা দিতে বলে সিদ্ধান্ত হয়।