৩০ মার্চ ২০২২, ১৫:২৩

রাবিতে ‘সেকেন্ড টাইম’ নিয়ে যা বললেন ভিসি

অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও রাবি লোগো  © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ দেয়া হবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের কোনো সভাই অনুষ্ঠিত হয়নি।

বুধবার (৩০ মার্চ) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

 তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত কোনো মিটিং-ই এখনো হয়নি। ভর্তি পরীক্ষায় ‘রাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ রয়েছে’- এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আমাদের এখন পর্যন্ত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পক্ষ স্বপ্রণোদিত হয়ে এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। সেকেন্ড টাইম রাখার যে কথা বলা হচ্ছে তার কোনো সত্যতা নেই।

আরও পড়ুন: ‘চোখে-মুখে রড ঢুকিয়ে নির্যাতন করা হয়েছে’

এদিকে আগামীকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। ওই সভায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকবে কিনা এ বিষয়েও সিদ্ধান্ত হতে পারে।

এ প্রসঙ্গে রাবি উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সার্বিক বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।