২৫ মার্চ ২০২২, ১৭:০৪

গুচ্ছে কি ‘সেকেন্ড টাইম’ থাকবে?

ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ফটো

গুচ্ছ ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দেয়ার বিষয়ে অধিকাংশ উপাচার্য একমত পোষণ করলেও এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় ভর্তিচ্ছুদের মনে প্রশ্ন জেগেছে গুচ্ছে কি সেকেন্ড টাইম থাকবে?

শিক্ষার্থীদের মনে জাগা এমন প্রশ্নের বিষয়ে জানতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সাথে যোগাযোগ করেছে দ্যা ডেইলি ক্যাম্পাস। উপাচার্যরা প্রকাশ্যে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি না হলেও দিয়েছেন তাদের মতামত।

উপাচার্যরা বলছেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় তেমন কোনো পরিবর্তন আনতে চান না তারা। আগের বছর যেভাবে ভর্তি পরীক্ষা হয়েছে সেভাবেই এবারও পরীক্ষা আয়োজনের পক্ষে তারা। এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে হওয়ায় সেই সিলেবাসের আলোকেই ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।

আরও পড়ুন: ‘সেকেন্ড টাইম’ নিয়ে সিদ্ধান্ত ৮ এপ্রিলের মধ্যে

সবকিছু আগের নিয়মে হলেও আগের মতো দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দেয়া হবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলছেন না তারা। তাদের মতে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়টির গুচ্ছে থাকা নিয়েও শংসয় দেখা দিয়েছে। এই অবস্থায় জবি গুচ্ছে থাকলেও সেকেন্ড টাইম সুযোগ নাও দিতে পারে। জবি যদি দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ না দেয় তাহলে অন্য বিশ্ববিদ্যালয়গুলোও সুযোগ না দেয়ার পক্ষেই থাকবে।

নাম প্রকাশে অনিচ্ছুক গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়ার পক্ষে আমরা। তবে বিষয়টি নিয়ে অনেক জটিলতা রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই সেকেন্ড টাইম নেই। আবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও চায় না সেকেন্ড টাইম পরীক্ষার সুযোগ থাকুক। এই অবস্থায় সিদ্ধান্ত নেয়া কঠিন।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে উপাচার্যদের সভা ৮ এপ্রিল

এই উপাচার্য আরও বলেন, এবার যে সিদ্ধান্ত হবে সেটি সবার জন্যই নেয়া হবে। সেকেন্ড টাইম রাখা হলে সব বিশ্ববিদ্যালয়েই থাকবে। আর যদি না রাখা হয় তাহলে কোনো বিশ্ববিদ্যালয়েই থাকবে না। আমাদের কয়েকজন উপাচার্য ঢাবি, বুয়েটকে অনুসরণ করতে চান। এক্ষেত্রে সিদ্ধান্ত কি হবে সেটি বলা কঠিন।

এদিকে আগামী ৮ এপ্রিলের মধ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষার যাবতীয় বিষয় নিয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানা গেছে। ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় পরিষদের সভা থাকায় ওই সভার আগেই সব বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় আয়োজক কমিটি।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে খুব দ্রুত আমাদের সভা হবে। ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় পরিষদের সভা রয়েছে। এই সভার পূর্বেই আমরা বৈঠক করবো।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম সুযোগ রাখা হবে কিনা এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন আরও বলেন, বৈঠকে সবার সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।