১৮ মার্চ ২০২২, ১০:১২

এমআইএসটির ভর্তি পরীক্ষা চলছে

এমআইএসটির ভর্তি পরীক্ষা চলছে  © ফাইল ছবি

মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) নতুন শিক্ষাবর্ষের (২০২১-২২) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) সকাল ও বিকাল দু’বেলায় দুই ইউনিটের ভর্তি পরীক্ষা রাজধানীর ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত বিশেষায়িত এ প্রতিষ্ঠানের অধীনে ‘এ’ ইউনিটে ইঞ্জিনিয়ারিং এবং ‘বি’ ইউনিটে আর্কিটেকচার বিভাগের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি এমআইএসটি ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছিল। ২০২১ এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন রেকর্ড ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন। এদের অনেকেই এমআইএসটিতে ভর্তির জন্য আবেদন করেছেন।

আরও পড়ুন: এমআইএসটি ভর্তি পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতি

এমআইএসটির পক্ষ থেকে গতকাল গণমাধ্যমকে জানানো হয়েছে, কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে তা পরীক্ষা শেষে জানানো হবে। এর আগে কোনো তথ্য পাওয়া যাবে না।

আবেদনের যোগ্যতা: ২০১৮ ও ২০১৯ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া জিপিএ-৪ পেতে হবে। আর ২০২০ ও ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং ইংরেজিতে ১৭ পয়েন্ট থাকতে হবে।

ভর্তি পরীক্ষার নম্বর বন্টন: এ ইউনিটে গণিত ৪০, পদার্থ ৩০, রসায়ন ২০ এবং ইংরেজি ১০ নম্বরের প্রশ্ন থাকবে। আর বি ইউনিটে অংকন এবং আর্কিটেকচার রিলেটেড বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।