আইইউটির ভর্তি পরীক্ষা ২৭ মে, আবেদন শুরু ২১ মার্চ

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি  © ফাইল ছবি

ঢাকার অদূরে গাজীপুরে অবস্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ‘ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)’র ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২০ ও ২০২১ সালে এইচএসসি ও ডিপ্লোমা উত্তীর্ণ শিক্ষার্থীরা এ আবেদন করতে পারবেন।

প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২১ মার্চ থেকে অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন শুরু হবে। চলবে ৯ এপ্রিল পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.iutoic-dhaka.edu/) আবেদন করা যাবে। আগামী ২৭ ও ২৮ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

স্নাতক ছাড়াও স্নাতকোত্তর ও পিএইডি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ