জাবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে

জাবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে
জাবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে  © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। এই পরীক্ষা রবিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় আরম্ভ হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। মোট ৫টি শিফটে এই অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি শিফট পরীক্ষা চলবে ৪৫ মিনিট করে। ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) অংশ নিচ্ছে ৩৭ হাজার ৮৪৭ জন।  ‘বি’ ইউনিটে মোট আসন সংখ্যা ৩২৬টি।

বিশ্ববিদ্যলয়টির ওয়েবসাইটে দেওয়া ভর্তি পরীক্ষার সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বি’ ইউনিটের পরীক্ষা ১ম ও ২য় শিফটে অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৯টা হতে সকাল ৯টা ৪৫মিনিট পর্যন্ত এবং সকাল ১০টা ৩০ মিনিট হতে সকাল ১১টা ১৫ মিনিট পর্যন্ত । এই পরীক্ষা ৩য় শিফটে দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত । এরপর পর্যায়ক্রমে পরীক্ষা ৪র্থ শিফটে বিকাল ১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়ে চলবে বিকাল ২টা ৩০ মিনিট পর্যন্ত এবং ৫ম শিফটের পরীক্ষা বিকাল ৩টা ১৫ মিনিটে শুরু হযে শেষ হবে বিকাল ৪ ঘটিকায়। এখন তৃতীয় শিফটের পরীক্ষা চলছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ উপায়েই এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।


সর্বশেষ সংবাদ