প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষায় রুয়েটে অনুপস্থিত ২৭ শতাংশ

রুয়েটে প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা
রুয়েটে প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা  © সংগৃহীত

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের গুচ্ছের ভর্তি পরীক্ষায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কেন্দ্রে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতির হার ৭২ দশমিক ৫২ শতাংশ। অনুপস্থিতির হার ২৭ দশমিক ৪৮ শতাংশ।

আজ শনিবার (১৩ নভেম্বর) দুই গ্রুপে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। রুয়েটের ১০টি একাডেমিক ভবন ও ৯টি ল্যাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রুয়েটের জনসংযোগ দফতর সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ গ্রুপের এবং পৌনে ২টা থেকে পৌনে ২টা পর্যন্ত ‘খ’ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মোট পরীক্ষার্থী ৯ হাজার ২০০ জন হলেও পরীক্ষায় অংশ নিয়েছেন ৬  হাজার ৪৮৮ জন। যা মোট পরীক্ষার্থীর ৭২.৫২ শতাংশ। অন্যদিকে অনুপস্থিত ছিল দুই হাজার ৭১২ জন।


সর্বশেষ সংবাদ