উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বুটেক্স ভর্তি পরীক্ষা

বুটেক্স ভর্তি পরীক্ষা
বুটেক্স ভর্তি পরীক্ষা  © টিডিসি ছবি

আজ শুক্রবার (১২ নভেম্বর) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ২০২০-২০২১ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার মোট ৬টি কেন্দ্রে আনন্দঘন পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বুটেক্স ক্যাম্পাস, ঢাকা সিটি কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, মোহাম্মদপুর গভঃ কলেজ, বি.এ.এফ শাহীন কলেজ, ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ- এ ৬ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৬০০ আসনের বিপরীতে প্রায় ১৬ হাজার পরিক্ষার্থী এবারের ভর্তিযুদ্ধে অংশ নেয়। প্র‍তিটি আসনের জন্য প্রায় ২৭ জন শিক্ষার্থী লড়াই করেছে এবার।

ভর্তি পরীক্ষায় ২০০ মার্কের লিখিত পরীক্ষা ছিল। পরিক্ষার্থীরা ২ ঘণ্টা সময় পায় সবগুলো প্রশ্নের উত্তর করার জন্য।পরীক্ষার্থীদের সুবিধার্থে সাধারণ শিক্ষার্থীরা নানাভাবে সহযোগিতা করে। তবে চোখে পড়ার মতো একটি শিক্ষার্থী-বান্ধব উদ্যোগ ছিল "জয় বাংলা রাইড সার্ভিস"।

এছাড়া বিভিন্ন ছাত্রকল্যাণ সংগঠন ও ছাত্রলীগ শিক্ষার্থীদের জন্য "সেবা বুথ" চালু করে পরিক্ষার্থী ও অভিভাবকদের নানানভাবে সহায়তা করেছে।

 


সর্বশেষ সংবাদ