১০ নভেম্বর ২০২১, ০০:২৪

জাবির ‘ডি’ ইউনিটে ৫ ভর্তিচ্ছুর পরীক্ষা বাতিল

জাবি ভর্তি পরীক্ষা  © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিটের পরীক্ষার সময় পাঁচ ভর্তিচ্ছুর পরীক্ষা বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) বিভিন্ন শিফটের পরীক্ষার সময় তাদের শনাক্ত করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান।

তিনি বলেন, আজ পাঁচজন পরীক্ষার্থী এসেছিলো পরীক্ষা দিতে। যাদের পরীক্ষার তারিখ ছিল বুধবার (১০ নভেম্বর)। তাদের আগামীকালের পরীক্ষা আজকে দিতে আসার কারণ জানি না। তবে এই ভুলের জন্য আজকেসহ আগামীকালের পরীক্ষাও বাতিল করা হয়েছে। তারা কাল পরীক্ষা দিতে পারবে না। তবে অন্যান্য ইউনিটের পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারবে।

প্রক্টর আ স ম ফিরোজ বলেন, পরীক্ষার সময় দায়িত্বরত শিক্ষক স্বাক্ষর করার সময় তাদের পরীক্ষার ক্রমিক নম্বর আজকের ক্রমিকের সঙ্গে না মেলায় তাদেরকে জিজ্ঞেস করা হয়। এ সময় তারা কেউ ভুল করে এসেছে, আবার কেউ জেনেই এসেছে বলে জানায়। পরে তাদেরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।