০৭ নভেম্বর ২০২১, ১১:৫৩

প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা শনিবার, প্রবেশপত্র ডাউনলোড চলছে

চুয়েট, কুয়েট ও রুয়েট  © লোগো

আগামী ১৩ নভেম্বর (শনিবার) সরকারি তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার মোট ২৫ হাজার ৬৪৭ জন শিক্ষার্থী তিন হাজার ২০১টি আসনের বিপরীতে লড়বেন।  সে হিসেবে আসনপ্রতি লড়বেন আট জনেরও বেশি।

এদিকে, সমন্বিত এই ভর্তি পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হয়েছে। ভর্তিচ্ছুরা এই লিংকে গিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

প্রথমবারের মতো প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা নেওয়া তিনটি বিশ্ববিদ্যালয় হলো— চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

জানা গেছে, আগামী শনিবার তিনটি কেন্দ্রে (চুয়েট, কুয়েট ও রুয়েট) দুই গ্রুপে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপ সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত  আর ‘খ’ গ্রুপের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে।