বুয়েট ভর্তি পরীক্ষা

প্রথম শিফটে উপস্থিত ৯৯.৪৬%, দ্বিতীয় শিফটে ৯০% 

কেন্দ্র পরিদর্শনে বুয়েট ভিসি
কেন্দ্র পরিদর্শনে বুয়েট ভিসি  © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে (চুড়ান্ত) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ নভেম্বর) বুয়েট ক্যাস্পাসে মডিউল-এ ও মডিউল-বি দুই শিফটে এই ভর্তি অনুষ্ঠিত হয়। মডিউল-এ সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত ২ ঘণ্টা এবং মডিউল-বি বিকাল ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ১ ঘণ্টা ৩০ মিনিট ব্যাপী অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপদেশ, প্রসারণ ও গবেষণাকার্যক্রম পরিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রেকর্ড পরিমান ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। অধিকাংশ হলেই শতভাগ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল। সকালে মডিউল-এ এর উপস্থিতির হার ছিল ৯৯.৪৫৬% এবং বিকালে মডিউল-বি এর উপস্থিতির হার ছিল প্রায় ৯০%।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোভিড-১৯ সংক্রান্ত বৈশ্বিক মহামারীর কারণে এবছর বুয়েটের ভর্তি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হয়। গত ২০ ও ২১ অক্টোবর ২০২১ দুদিনে চার শিফটে প্রাক-নির্বাচনী পরীক্ষা নেওয়া হয়। বুয়েট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকৃত মোট ১৮ হাজার ৫টি আবেদনপত্র হতে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্য থেকে মূল ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য মেধার ভিত্তিতে বাছাইকৃত প্রতি শিফটের ১ হাজার ৫০০তম পর্যন্ত জন যোগ্যপ্রার্থী অংশগ্রহণ করে। ভর্তি পরীক্ষা শুধুমাত্র লিখিত আকারে অনুষ্ঠিত হয়।

জানা গেছে, প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের অধীনে ১২টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠিভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি ও স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট ১ হাজার ২১৫টি আসনের বিপরীতে প্রার্থী সংখ্যা ছিল ১৮ হাজার ৫ জন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ১২ হাজার ৩১৫ জন এবং মেয়ে শিক্ষার্থী ৫ হাজার ৬৯০ জন।


সর্বশেষ সংবাদ