পরীক্ষা স্থগিত করলে আরেকটি ভোগান্তি নিয়ে আসবে: উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ‘বিজ্ঞান’ ইউনিটের ১ম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শনিবার (০৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন, ধর্মঘটের কারণে পরীক্ষা স্থগিত করলে সেটি আরেকটি ভোগান্তি নিয়ে আসবে।
শুক্রবার (৫ নভেম্বর) ঢাকা কলেজে সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
ঢাবি উপাচার্য বলেন, এখন শিক্ষার্থীরা মনস্তাত্ত্বিকভাবে পরীক্ষার জন্য প্রস্তুত রয়েছে। এই প্রস্তুতি একটা জাতিকে উপরের দিকে নেয়। এমন প্রতিকূলতা বাধা-বিপত্তি অতিক্রম করে সামনের দিকে যেতে হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়েও দেখেছি আমাদের শিক্ষার্থীরা নানা প্রতিকূলতার মধ্যে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে।
তবে, আগামীকাল শনিবার (০৬ নভেম্বর) যথাসময়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ইডেন কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।
শুক্রবার অধিভুক্ত সরকারি সাত কলেজের বাণিজ্য ইউনিটের মধ্যদিয়ে এবারে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন বলেন, আজ প্রায় ৭৫ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সব কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সারাদেশে বাস-ট্রাক ধর্মঘট শুরু করেছে বিভিন্ন পরিবহন মালিক সমিতি। আগামী রবিবার (৭ নভেম্বর) পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে জানা গেছে। ধর্মঘটের মধ্যে অধিভুক্ত সাত কলেজের প্রথম দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে যানবাহন বন্ধ থাকায় ভোগান্তির কথা উল্লেখ করে ভর্তিচ্ছুদের একাংশের পক্ষ থেকে পরবর্তী পরীক্ষাগুলো স্থগিতের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে অধ্যাপক আখতারুজ্জামান বলেছেন, পরীক্ষায় সাধারণত উপস্থিতির হার এমনই থাকে। প্রথমদিনের পরীক্ষায় উপস্থিতি ভালো হয়েছে। তবে গণপরিবহন ধর্মঘটের কারণে কিছুটা ভোগান্তি হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা আমরা করেছি।