‘সাত কলেজের সব সমস্যা সমাধানে বিশেষ দৃষ্টি রয়েছে’

বক্তব্য রাখছেন ঢাবি উপাচার্য
বক্তব্য রাখছেন ঢাবি উপাচার্য  © টিডিসি ফটো

‘সাত কলেজের সব সমস্যাগুলো সমাধানে আমাদের বিশেষ দৃষ্টি রয়েছে। আমরাও সমস্যাগুলো নিয়ে আরো মনোযোগী হচ্ছি। আমাদের কিছু জটিলতা নিরসন হয়েছে। বাকিগুলোর সমাধানের চেষ্টা চলছে। ইতোমধ্যেই বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে। সাত কলেজে আর কোন ধরনের জটিলতা থাকবে না।’ এমনটিই মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে ঢাকা কলেজে সাত কলেজের বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

পরীক্ষায় উপস্থিতি যথাযত রয়েছে উল্লেখ করে উপাচার্য বলেন, পরীক্ষায় সাধারণত উপস্থিতির হার এমনই থাকে। উপস্থিত ভালো হয়েছে। এটি ঠিক গণপরিবহনের কারণে কিছুটা ভোগান্তি হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার ব্যবস্থা আমরা করেছি একইসাথে আমরা এটিও সব সময় পরামর্শ দেই যেন গণপরিবহনেও স্বাস্থ্যবিধি মানা হয়। আমাদের শিক্ষার্থীরা লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক বাধা বিপত্তিসম্মুখ সম্মুখীন হয়। কিন্তু এর পরও তারা সফল হয়। সেই শক্তি এবং সাহস আমাদের শিক্ষার্থীরা রাখে। আজ বুঝতে পারলাম তারা কিভাবে বাধা অতিক্রম করে অভিষ্ঠ লক্ষ্যে যেতে পারে।

তিনি বলেন, এখন যদি পরীক্ষা বন্ধ রাখা হয় সেটি আরেকটি ভোগান্তি নিয়ে আসবে। তাই আমরা পরীক্ষা চলমান রেখেছি।

এ সময় ঢাকা কলেজ কেন্দ্রে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন, ঢাকা কলেজের অধ্যক্ষ ও সরকারি সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার, ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন, ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার সহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।

উল্লেখ্য, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক ১ম বর্ষের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। রাজধানী ঢাকার সাতটি কেন্দ্রে ২০২০-২১ শিক্ষাবর্ষের এ ভর্তি পরীক্ষা শুরু হয়। কেন্দ্র সাতটি হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।


সর্বশেষ সংবাদ