রাতেই হতে পারে গুচ্ছের ‘সি’ ইনিউটের ফল
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফল প্রকাশের সিদ্ধান্ত নিতে আজ বুধবার রাতে সভা ডেকেছে টেকনিক্যাল কমিটি। সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার (০৩ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে সমন্বিত ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, গত সোমবার (১ নভেম্বর) দেশের ২২টি কেন্দ্রে একযোগে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলে ১টা পর্যন্ত। এই ইউনিটে আবেদন করেছেন ৩৩ হাজার ৪৩৭ জন।
এক ঘণ্টার এই পরীক্ষায় হিসাব বিজ্ঞানে ২৫, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ২৫, বাংলায় ১৩, ইংরেজিতে ১২ ও আইসিটিতে ২৫ নম্বর ছিল। পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর।
অধ্যাপক ইমদাদুল হক বলেন, সমন্বিত ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রাত ৯টায় সভা আহ্বান করা হয়েছে। সভায় ফল প্রকাশের সময় নির্ধারণ করা হবে। ফল আজ রাতেও প্রকাশ হতে পারে।
গত ১৭ অক্টোবর ‘এ’ ইউনিট এবং ২৪ অক্টোবর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয় ২০ অক্টোবর আর ‘বি’ ইউনিটের ২৬ অক্টোবর।