চবির ‘এ’ ইউনিটের দ্বিতীয় দিনের পরীক্ষা আজ

  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক ১ম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আজ মঙ্গলবার (২ নভেম্বর) দ্বিতীয় এবং শেষ দিন। দুই দিনের পরীক্ষার ১ম দিনের পরীক্ষা (সোমবার) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজ প্রথম শিফটে ১৭ হাজার ২৮ জন পরীক্ষার্থী রয়েছে। এছাড়া সমানসংখ্যক পরীক্ষার্থী ২য় শিফটেও রয়েছে।

এবার ‘এ’ ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে আবদেন করেছেন ৬৮ হাজার ১০৬ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ৫৬ জন।

পরীক্ষার্থীদের জন্য শাটলের সময়সূচি:

চট্টগ্রাম নগরীর বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ে আসবে: সকাল ৬টায়, সাড়ে ৬টায়, সাড়ে সাতটা, ৮টা ১৫ মিনিটে , ৮টা ৪৫ মিনিটে, ৯টা ১৫ মিনিট , ১১টা ৪০ মিনিটে, দুপুর ১২টায়, সাড়ে ১২টায়, বিকেল ৩টায়, ৪টায় ও রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে শাটল ছেড়ে যাবে।

বিশ্ববিদ্যালয় থেকে বটতলী স্টেশনে যাবে: সকাল ৭টা ০৫ মিনিটে, সকাল ৭টা ৩৫ মিনিটে, সকাল ৮টা ৪০ মিনিটে, সকাল ৯টা ২০ মিনিটে, সকাল ১০টায়, দুপুর ১টায়, দুপুর ১টা ৩০ মিনিটে, বিকেল ৩টায়, বিকেল ৫টায়, বিকেল সাড়ে পাঁচটা ও রাত ৯টা ১০ মিনিটে নগরীর বটতলীর উদ্দেশ্যে শাটল ছেড়ে যাবে।

সব ট্রেনই ঝাউতলা, ষোলশহর, ক্যান্টনমেন্ট, চৌধুরীহাট, ফতেয়াবাদ স্টেশনে সামান্য সময় থেমে বিশ্ববিদ্যালয় স্টেশনে আসবে। আর প্রতিটি ট্রেন বটতলী রেল স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় স্টেশনে আসতে আনুমানিক ১ ঘন্টা সময় লাগবে।


সর্বশেষ সংবাদ