০১ নভেম্বর ২০২১, ১৮:০৯

গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষায় জবিতে উপস্থিত ৯৫ শতাংশ

গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষায় জবিতে উপস্থিতির হার ৯৫ শতাংশ  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘সি’ ইউনিটের (বাণিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। গুচ্ছের সবচেয়ে বড় কেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৮ হাজার ১৮৭ জন শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ সোমবার পরীক্ষায় উপস্থিত ছিলেন ৭ হাজার ৭৭৭ জন এবং অনুপস্থিত ছিলেন ৪১০ জন শিক্ষার্থী। উপস্থিতির হার শতকরা ৯৫ শতাংশ।

এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সমন্বিতভাবে অনুষ্ঠিত হয়। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ৩৩ হাজার ৪৩৭ জন।

ভর্তি পরীক্ষা চলাকালীন জবিতে হলগুলো পরিদর্শন করেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরিচালক (ছাত্র-কল্যাণ), প্রক্টর ও সহকারী প্রক্টরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এ.কে.এম. মনিরুজ্জামান বলেন, বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে। এখনো ভর্তি সংক্রান্ত অনেক বিষয় বাকি আছে। এই পর্যন্ত সবচেয়ে ভালো বিষয় হল গুচ্ছের তিনটি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোন ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, বাণিজ্য অনুষদের পরীক্ষা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে প্রথমবারের মত আয়োজিত গুচ্ছ ভর্তি পরীক্ষা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে। এর আগে, গত ১৭ অক্টোবর বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার মাধ্যমে গুচ্ছ ভর্তি পদ্ধতির যাত্রা শুরু হয়। এবার মোট ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পদ্ধতিতে সমন্বিতভাবে অংশ নিয়েছে।