‘সি’ ইউনিটের পরীক্ষায় ববিতে অংশ নিলেন ৭৯৭ ভর্তিচ্ছু
‘গুচ্ছ’ পদ্ধতিতে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন পরীক্ষার হল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের খোঁজখবর নেন।
সোমবার (০১ নভেম্বর) বেলা ১২টায় পরীক্ষা শুরু হয়ে চলে ১ ঘণ্টা। এর অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৭৯৭ জন পরীক্ষার্থী।
আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
তিনি বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ।
এবার প্রথম বরিশাল বিশ্ববিদ্যালয়সহ দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ে ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষার আয়োজন করেছে। ‘গুচ্ছ’ পদ্ধতিকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থী এবং অভিভাবকরা।