২৯ অক্টোবর ২০২১, ০৯:১৬

চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ  © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা শুরু হচ্ছে আজ। এবার ‘সি’ ইউনিটে ৪৪১ আসনের বিপরীতে পরীক্ষার জন্য আবেদন জমা পড়েছে ১৩ হাজার ৯১৮টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় বসছেন ৩২ জন।

শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। এরপর ১০টা ১৫ মিনিটে ওএমআর ফরম বিতরণ ও ১১টায় প্রশ্নপত্র বিতরণ করা হবে। বহুনির্বাচনি পদ্ধতির মাধ্যমে এক ঘণ্টার এ পরীক্ষা নেওয়া হবে।

এছাড়া, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং আগামী ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, ২৭ ও ২৮ অক্টোবর কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিত ছিলেন মোট আবেদনকারীর ৬৯ দশমিক ২০ ভাগ শিক্ষার্থী।