গুচ্ছের ‘বি’ ইউনিটে যবিপ্রবিতে আসন পড়েছে ৩২৭৬ ভর্তিচ্ছুর
আগামীকাল রোববার (২৪ অক্টোবর) গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি ইউনিটের পরীক্ষায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসন পড়েছে ৩ হাজার ২৭৬ জনের।
সমন্বিত ভর্তি পরীক্ষা যবিপ্রবি আহবায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবন ও মাইকেল মধুসূদন দত্ত গ্রন্থাগার কাম একাডেমিক ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে শিক্ষার্থীদের রোল নম্বর, কেন্দ্র এবং ভবন নির্দেশক থাকবে।
এদিকে ভর্তি পরীক্ষার্থী জন্য সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পালবাড়ি-ক্যাম্পাস রুটে চারটি ও চুড়ামনকাটি-ক্যাম্পাস রুটে দুটি গাড়ি অনবরত চলাচল করবে।
ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন জানান, ভর্তি পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার সময় বিশৃঙ্খলা এড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। পরীক্ষায় কেউ অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।