ঢাবির ‘ঘ’ ইউনিটের প্রশ্ন দেখুন এখানে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ১২:৫৪ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২১, ১২:৫৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ ৮টি বিভাগীয় কেন্দ্রে ভর্তি এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৫৭০টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ১৫ হাজার ৮৮১টি। এতে প্রতি আসনের বিপরীতে লড়ছে ৭৪ জন।
নিচে দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য ‘ঘ’ ইউনিটের প্রশ্ন তুলে ধরা হলো-
উল্লেখ্য, গত ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। এরপর ২ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ৯ অক্টোবর চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বশেষ গতকাল শুক্রবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত হয় ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষা।