জাবি ভর্তি পরীক্ষায় নম্বর বণ্টন যেভাবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ০৯:৪৭ PM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৬ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২২-২৯ ফেব্রুয়ারি। বিশ্ববিদ্যালয়ের ছয়টি ইউনিটে মোট আসন সংখ্যা ১৮৪৪টি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‘এ’ ইউনিট
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্র জানিয়েছে, ইউনিটটিতে পরীক্ষা দিতে পারে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষায় বাংলা ৩, ইংরেজি ৩, পদার্থবিজ্ঞান ২২, রসায়ন ২২, গণিত ২২ এবং আইসিটি থেকে ৮ নম্বরের প্রশ্ন করা হয়।
'এ' ইউনিটের গণিত বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত অংশে ন্যূনতম ৫০%, রসায়ন বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন অংশে ন্যূনতম ৬০%, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজিতে ভর্তির জন্য গণিত ও পদার্থবিজ্ঞান অংশে পৃথকভাবে ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে।
‘বি’ ইউনিট
এই ইউনিটের মানবণ্টনে বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ গণিত ২০, সাধারণ জ্ঞান ১৫ এবং যৌক্তিক বিশ্লেষণ থেকে ৫ নম্বরের প্রশ্ন হয়ে থাকে। 'বি' ইউনিটের অর্থনীতি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি ও সাধারণ গণিত উভয় অংশে পৃথকভাবে ন্যূনতম ৫০%, আইন ও বিচার বিভাগে ভর্তির জন্য বাংলা ও ইংরেজি উভয় অংশে পৃথকভাবে ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে।
‘সি’ ইউনিট ও 'সি১' উপ-ইউনিট
এই ইউনিটের মানবণ্টনে বাংলা ১৫, ইংরেজী ১৫ এবং সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় থেকে ৫০ নম্বরের প্রশ্ন থাকবে। অন্যদিকে 'সি১' ইউনিটে বাংলা ১০, ইংরেজি ১০ এবং সাধারণ জ্ঞান ২০ ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় থেকে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে।
'সি' ইউনিটের বাংলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা অংশে ন্যূনতম ৫০% এবং ইংরেজি অংশে ন্যূনতম ৩০%, ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশে ন্যূনতম ৫০%, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে।
‘ডি’ ইউনিট
এ ইউনিটের পরীক্ষায় বাংলা ৪, ইংরেজি ৪, বুদ্ধিমত্তা ৪, রসায়ন ২৪, উদ্ভিদবিজ্ঞান ২২ এবং প্রাণিবিদ্যা বিষয় থেকে ২২ নম্বরের প্রশ্ন থাকবে। 'ডি' ইউনিটের ফার্মেসী, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞান উভয় অংশে পৃথকভাবে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে।
'ই' ইউনিট
এই ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের জন্য বাংলা ১৫, ইংরেজি ৩০, গণিত ১৫, হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা থেকে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। এছাড়া বিজ্ঞান, মানবিক বা সমমান শাখার পরীক্ষার্থীদের জন্য বাংলা ১৫, ইংরেজি ৩০, গণিত ১৫ এবং সাধারণ জ্ঞান থেকে ২০ নম্বরের প্রশ্ন হয়ে থাকে।