বুয়েট ভর্তি: প্রথম শিফটের প্রাথমিক বাছাই পরীক্ষা শেষ

সাংবাদিকদের সাথে কথা বলছেন অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার
সাংবাদিকদের সাথে কথা বলছেন অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার  © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রাথমিক বাছাইয়ের প্রথম দিনের প্রথম শিফটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (২০ অক্টোবর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে শুরু হবে।

প্রথম শিফটের পরীক্ষা শেষে বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার জানান ‘কোভিড চলে গেলেও দুই শিফটের ভর্তি পরীক্ষা চলবে। ৮৫ শতাংশ শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। যারা টিকা নেয়নি তাদের ১৩ নভেম্বরের পর স্পেশাল ব্যবস্থাপনায় টিকা দেওয়া হবে। ১৩ নভেম্বরের পর ৪ সপ্তাহের মধ্যে টিকা দেওয়া হলে হল খোলা হবে। এরপর শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। আর ১৩ নভেম্বর অনলাইনে ক্লাস শুরু হবে।’

এদিকে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারীদের মধ্যে প্রথম ২৪ হাজার জন প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করবে। এমসিকিউ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।


সর্বশেষ সংবাদ