বুয়েটের প্রাথমিক বাছাই পরীক্ষা আজ

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির প্রাথমিক বাছাই পরীক্ষা শুরু হচ্ছে আজ বুধবার (২০ অক্টোবর)। সকাল ১০টা থেকে ১১টা এবং বিকেল ৩টা থেকে ৪টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামীকাল বৃহস্পতিবারও (২১ অক্টোবর) প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর চূড়ান্ত পরীক্ষা হবে ৬ নভেম্বর।

ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারীদের মধ্যে প্রথম ২৪ হাজার জন প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করবে। এমসিকিউ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে ।

প্রসঙ্গত, গত ২২ জুন বুয়েটের একাডেমিক কাউন্সিলের বৈঠকে অনির্দিষ্টকালের জন্য ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করে করা হয়। সেদিন এক বিজ্ঞপ্তিতে বুয়েট জানায়, প্রাথমিক বাছাই পরীক্ষার অন্তত ১০ দিন আগে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।


সর্বশেষ সংবাদ